বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আগামী ৫ ডিসেম্বর দেশে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম চর্চিত ছবি ‘পুষ্পা: দ্য রুল’। প্রচার কৌশলে ভর করে ছবির অগ্রিম বুকিং বেশ ভাল। বর্তমানে তারকা ঠাসা অনসম্বল কাস্ট ছবি অথবা ভিএফএক্স-এর গর্জনের মধ্যেও গল্পের যে কোনও বিকল্প নেই, অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই ছবির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই তার প্রমাণ।
প্রথম দিন থেকেই টিকিট কেনার হিড়িক পড়ে গিয়েছে ‘পুষ্পা’র অনুরাগীদের।মুহূর্তের মধ্যে নিঃশেষ প্রেক্ষাগৃহের সমস্ত শো-এর টিকিট। প্রথম দিনেই ৩০.৯২ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, বহু ছবির অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দেবে এই ছবি। দেশের ছবির সিক্যুয়েলের ইতিহাসের অন্যতম বড় নাম হতে চলেছে 'পুষ্পা ২। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা এ প্রসঙ্গে বললেন, " পুশ ২-এর তেলেগু এবং হিন্দি ভার্সনের যে হারে টিকিট বিক্রি হচ্ছে তা খুবই আশাপ্রদ। হাতে এখনও আরও তিন দিন রয়েছে এই ছবি মুক্তির আগে। ফলে টিকিট বিক্রির অঙ্কটা আরও লাফিয়ে লাফিয়ে বাড়বে। আমার ধারণ, অগ্রিম টিকিট বুকিংয়ের প্রথম দিনে যে টাকার টিকিট বিক্রি হয়েছে তা তিন দিন পরে গিয়ে দাঁড়াবে এর তিন গুণ অথবা চার গুণ!" অর্থাৎ এই হিসাবে 'পুষ্পা ২'-এর শুধু অগ্রিম টিকিট বিক্রির মোট টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াতে পারে ৯০ অথবা ১২০ কোটিতে!
রমেশ বালা আরও জানিয়েছেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ২৫০ কোটি থেকে ২৭৫ কোটি টাকা আয় করতে পারে এই ছবি। নিজের বক্তব্যের যুক্তি হিসাবে তিনি বলেন, "কেরলে ভোর ৪টে থেকে শো রাখা হয়েছে এই ছবির। সেই হিসাবে প্রথম দিনেই ৭-১০ কোটি টাকা কেরল থেকেই তুলে নিতে পারবে এই ছবি। তামিলনাড়ুতে সেই টাকার অঙ্কটা গিয়ে দাঁড়ানো উচিত ১০-১৫ কোটি টাকাতে। এই হিসাবে দক্ষিণের বাকি রাজ্যগুলো থেকেই ১০০ কোটি টাকা শুধু প্রথম দিনেই তুলে নেবে অল্লু অর্জুনের ছবি। গোটা ভারতে হরেদরে আরও ১০০ কোটি। এবার এর সঙ্গে যদি বিশ্বব্যাপী আয়ের প্রথম দিনের হিসাব যোগ করা হয় তাহলে বোঝাই যাচ্ছে প্রথম দিনে কত আয় করতে পারে 'পুষ্পা ২। এ ছবি বক্স-অফিসে দুরন্তভাবে দৌড়োবে!" অল্লু অর্জুনের এই ছবি যে বক্স-অফিসে শাহরুখ খানের 'জওয়ান' এবং যশের 'কেজিএফ ২'-এর রেকর্ড ভেঙে দেবে সে বিষয়ে একপ্রকার নিশ্চিত রমেশ বালা। তাঁর সঙ্গে সহমত তরণ আদর্শের মতো নামী ট্রেড অ্যানালিস্টও।
বোঝাই যাচ্ছে, প্রথম দিনে বক্স অফিসে ‘পুষ্পা ২’-এর ব্যবসার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে শেষমেশ এই ছবির প্রথম দিনের আয় কততে গিয়ে দাঁড়াবে, তার উত্তর পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার।
নানান খবর
নানান খবর

ধারাবাহিকের শুটিং ফ্লোরে মনের মানুষ খুঁজে পেলেন সায়ক চক্রবর্তী! কোন নায়িকার প্রেমে পড়লেন অভিনেতা?

সূরজ পাঞ্চোলি নন, প্রভাসকে নিজের ছেলের জায়গাটা দিতে চান জারিনা ওয়াহাব! আচমকা কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

খুনের হুমকি পেলেন টাইগার শ্রফ! মুম্বই পুলিশের তদন্তে উঠে এল কোন অপরাধীর নাম?

ভরপুর অ্যাকশন আর রোম্যান্সের ঝড়! কেমন হল রোহন-প্রিয়াঙ্কা-অনিন্দ্য'র 'ব্রহ্মার্জুন'-এর টিজার?

Exclusive: 'দুটো মানুষ একটা চুমু খাচ্ছে তাতে এত অসুবিধার কী আছে?'-ট্রোলিং নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা

সৌরভের 'বিগ বস'-এ এবার বলিউড যোগ! কোথায় ঘরবন্দি হবেন তারকারা?

মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

'সিকান্দর' থেকে কাজল আগরওয়ালের দৃশ্য বাদ দেন সলমন! কী ছিল সেই দৃশ্যে? জানলে মাথা ঘুরবে

আসছে ‘ফর্জি ২’! বিজয় সেতুপতি, কেকে মেননের সঙ্গে কবে থেকে শুরু হবে শাহিদের লড়াই?

'দিলওয়ালে'-এর ব্যর্থতার পর থেকে কথা বলা বন্ধ করেছিলেন শাহরুখ? মুখ খুললেন রোহিত শেট্টি!

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!